নিজস্ব প্রতিনিধি>>
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা। বুধবার সকালে স্কুল সংলগ্ন সড়কের অবস্থান করে তাঁরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী করেন।
স্কুল প্রধান শিক্ষক নুরুল করিমের সভাপতিত্বে মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তব্যে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা বলেন, একজনকে গ্রেফতার করা হলেও ঘটনার তিনদিন অতিবাহিত হলেও বাকীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। নির্যাতিতা বর্তমানে আধুনিক ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
এর আগে দাগনভূঞা খুশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থী স্কুল ছুটির পর ভুলে রেখে যাওয়া বই আনতে গিয়ে ধর্ষণের শিকার হন। তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পরে নির্যাতিতার চাচা এয়াছিন বাদী হয়ে তিন জনকে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে সোমবার সকালে মামলার এজহারভুক্ত আসামী হারুন অর রশিদ শুভ নামে একজনকে গ্রেফতার করে।
আরএইচ/এসএইচটি







