সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জাহাঙ্গীর (৩৪) কে গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ। গতকাল মধ্যরাতে উজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফেনী , নোয়াখালীর কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ ও সেনবাগ থানায় পৃথক ৩ টি ডাকাতি মামলার বিচারাধীন আসামী। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় তিন মামলার ওয়ারেন্ট রয়েছে। সে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন জাহাঙ্গীরগে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ/এসএইচটি







