নিজস্ব পতিনিধি>>
ওমানে নির্মানাধীন একটি দেয়াল চাপায় মো: সেলিম (৩৫) নামে ফেনীর এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ওমানের মাস্কাট শহরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, ওমানে বসবাসরত সেলিমের বাড়ি ফেনী সদর উপজেলার ১১নং মৌটবী ইউনিয়নের কচুয়া গ্রামে। গত ১৪ জুলাই শুক্রবার ওমানের মাস্কাট শহরে স্থানীয় সময় বিকাল ৫টায় ঘুরতে বেরোলে প্রচন্ড বৃষ্টি হওয়ায় সে একটি নির্মানাধীন দেয়ালের পাশে আশ্রয় নেয়। কিন্তু মুহুর্তে দেয়ালটি ভেঙ্গে আঁচড়ে পড়ে। গুরুতর আহত সেলিমকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মৃত্যু হয়। ওই এলাকার রিয়াজ উদ্দিন ভূঞা বাড়ির আবুল খায়ের মাস্টারের বড় ছেলে। সেলিমের স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যন হারুন অর রশিদ এলএলবি তার নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি







