নিজস্ব প্রতিনিধি>>
ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে মতবনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব অপরুপ চৌধুরী পিএইচডি। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা।
ডেপুটি কমান্ডার মাস্টার মো. শাহাজাহানের সঞ্চালনায় মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ফেনী জেলা ডেপুটি কমান্ডার আব্দুর রহমান মজুমদার, সাংগঠনিক কমান্ডার মোশারফ হোসেন, সহকারী কমান্ডার মোস্তফা হায়দার চৌধুরী ও গোলাম মাওলা, দাগনভূঞা ডেপুটি কমান্ডার জাপর আহম্মদ, ফুলগাজী কমান্ডার আবুল বশর, ছাগলনাইয়ার ভারপ্রাপ্ত কমান্ডার সিরাজুল ইসলাম, পরশুরাম ডেপুটি কমান্ডার কামাল উদ্দিন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি আমিনুল ইসলাম হাজারী রুপক প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি







