শহর প্রতিনিধি>>
ফেনীতে মানবন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে শহরের মিজান রোডস্থ আলীয়া মাদরাসার সামনে এ মানববন্ধন পালন করে তারা।
সংগঠনের ফেনী আলীয়া মাদরাসা শাখার সভাপতি মুহাম্মদ সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও শহর শাখার আহবায়ক মাওলানা গোলাম সারোয়ার সিরাজী’র সঞ্চালনায় অংশ নেন মাদরাসা শাখার সাবেক সভাপতি আনিসুর রহমান দিদারসহ প্রমূখ নেতৃবৃন্দ।
মানবন্ধনে বক্তারা বলেন, পাঠ্যবই পর্যালোচনায় গঠিত বিতর্কিত কমিটি বাতিল, পাঠ্যবইয়ে হিন্দুত্ববাদ পুনর্বহালের অপচেষ্টা এবং শিক্ষাক্রমে দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল কবি-সাহিত্যিকদের গল্প, কবিতা ও প্রবন্ধ অন্তর্ভূক্তকরণ প্রসঙ্গে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এ স্বারকলিপি পেশ করে।
অপরদিকে সোনাগাজী উপজেলাতে ইশা ছাত্র আন্দোলনের স্বারকলিপি প্রদান করেছে উপজেলা শিক্ষা অফিসারের কাছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা দক্ষিন শাখা সভাপতি জাবের হোসাইনের নেতৃতে বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আল মোমিনের হাতে স্বারকলিপি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সোনাগাজী উপজেলা দক্ষিণ শাখার সভ-সভাপতি আব্দুলাহ আল মাসুম, সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ও পৌর সভাপতি ইব্রাহীম মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক শাফায়াত হোসাইন, প্রচার সম্পাদক ইয়াছিন হাবিব, অর্থ সম্পাদক আব্দুল মোমিন, দফতার সম্পাদক সৈয়দ ইকবাল, কওমী মাদ্রাসা বিষয়ক ফখরুল ইসলাম, সরকারী মাদ্রাসা বিষয়ক আব্দুল হামিদ, কলেজ বিষয়ক সম্পাদক আব্দুল আলী, স্কুল বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সাহিত্য সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি/এএইচআর







