শহর প্রতিনিধি>>
ফেনীতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়। শনিবার দুপুরে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ ও জয়নাল হাজারী কলেজের আঙ্গিনায় বেশ কয়েকটি ফলদ, ঔষধিসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফাতেমা আফরোজ,জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, সরকারি জিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা বেগম, ফেনী বন্ধুসভার উপদেষ্টা মো: হারুন উর রশিদ,সভাপতি মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি শেখ আশিকুন্নবী সজীব, মাখজাম হায়দার মিরাজ, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নোবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শওকত হোসেন শাকিল, সাহিত্য সম্পাদক রেহানা ইয়াছমিন, ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন বাবু, অনুষ্ঠান সম্পাদক রহমত উল্লাহ সুমন, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন মিশু, সমাজ কল্যাণ সম্পাদক কাজী মেহেরজাবীন রাখি, যোগাযোগ সম্পাদক আব্দুল আলীম রানা,শরীফ প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি







