সোনাগাজী প্রতিনিধি>>
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও সৌদি আরবের জেদ্দা আওয়ামীলীগের সভাপতি হাজী রহিম উল্যাহ’র সোনাগাজী প্রত্যাবর্তনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামলীগ। মঙ্গলবার বিকালে পুলিশি কড়া নিরাপত্তার মধ্যদিকে সোনাগাজী ফেরার পর বিক্ষোভ মিছিলটি বের হয়। সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনামের নের্তৃত্বে মিছিলটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সেক্রেটারী এডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/এইচএমএইচ
রহিম উল্যাহ’র প্রত্যাবর্তনে আ’লীগের বিক্ষোভ
