নিজস্ব প্রতিনিধি >>
ঈদুল আযহার আর মাত্র ২ দিন বাকী। ঈদকে কেন্দ্র করে ফেনীর ১শ’ ৮টি পশুর হাটে বেচাবিক্রি পুরোদমে শুরু হয়েছে। ক্রেতারা নিজ পচন্দমতো কোরবানীর পশু ক্রয় করছেন। গতবারের চেয়ে এবার কোরবানীর পশুর দাম বেশ বলে ক্রেতারা অভিযোগ করেতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, ফেনী পৌরসভায় ২টি, ছাগলনাইয়া পৌরসভায় ২টি, দাগনভূঞা পৌরসভা ২টি হাট বসেছে। ফেনীর সদর উপজেলায় মোট ২৮টি, সোনাগাজীতে ১৯টি, দাগনভূঞায় ২৫টি, ফুলগাজীতে ৭টি ও পরশুরামে ৭টি পশুর হাট বসেবে। এসব হাটে বিপুল পরিমান দেশী ও বিদেশী গরু, ছাগল কোরবানী পশু বিক্রি হচ্ছে।
সূত্র আরো জানায়, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বিরিঞ্চি হাঙ্কার, উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবির হাট, বোর্ড অফিস, সুন্দরপুর বাজার, কাজিরবাগ ইউনিয়নের নতুন রানীর, মজিদ মিয়ার বাজার, ধর্মপুরে আমতলী বাজার, শর্শদীতে শর্শদী বাজার, মোহাম্মদ আলী বাজার, ফাজিলপুরে হাজী ওসমান গনী বাজার, হাজী আলী নেওয়াজ কো¤পানি বাজার, ছনুয়া বাজার, ফাজিলপুর বাজার, কেএমহাট বাজার, কালীদহ ইউনিয়নে হাজীর বাজার, দক্ষিণ মাইজবাড়ীয়া নতুন জামে মসজিদ মাঠ, গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন, কালিদহ বাজার, ধলিয়ায় বালুয়া চৌমুনী বাজার, ধলিয়া বাজার, মমতাজ মিয়ার বাজার, সোমবার বাজার, বাঘেরহাট, পাঁচগাছিয়ায় বিরলী বাজার, লক্ষিয়ারা ও এলাহীগঞ্জ বাজার এবং লেমুয়ায় কসকা বাজার, মজুমদার হাট ও মধ্যম চান্দপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ ও মোটবীর লস্করহাট বাজারে কোরবানীর পশুরহাট বসেছে।
সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে মাহবুব মিয়ার হাট, বগাদানায় কাজিরহাট , তাকিয়া বাজার, মতিগঞ্জ ইউনিয়নে দারোগার হাট, চরদরবেশ ইউনিয়নে ৮নং সুইচ নুরানি বাজার, চরচান্দিয়ায় ভূঞার হাট, জমাদার বাজার, সওদাগর হাট, ওলামাবাজার, মদিনা বাজার, মনগাজী বাজার, ভৈরব চৌধুরীর হাট, কমান্ডার হাট, আমির উদ্দিন মুন্সিরহাট, কুদ্দুছ মিয়ার হাট, নবাবপুর বাজার, ভোর বাজার ও মহদিয়া বাজারে এবারের পশুর হাট বসেছে।
দাগনভূঞা পৌরসভার মধ্যে ডাকবাংলা রোড, গণিপুর বাজার, সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর, অলাতলী, দরবেশেরহাট, সিন্দুরপুর, রাজাপুর ইউনিয়নে রাজাপুর, পূর্বচন্দ্রপুরে বোরাগীর বাজার, আমু ভূঞার হাট, গজারিয়া বাজার, মৌলবী বাজার, মমতাজ মিয়ার দিঘীর পাড়, রামনগরে তুলাতুলী বাজার, ইয়াকুবপুরে দুধমুখা বাজার, বরইয়া বাজার, মির্দ্দার হাট, এতিমখানা বাজার, দাগণভূঞা সদরে ফাজিলের ঘাট, তালতলী বাজার, ছমির ভূঞার হাট, দক্ষিণ আলীপুর নতুন বাজার, মাতুভূঞা বেকের বাজার, মাতুভূঞা বাজার, জায়লস্করে সিলোনিয়া বাজার, মোল্লাঘাটা বাজার, জায়লস্কর, আমিরগাঁও বাজারে পশুর হাট বসেছে।
ছাগলনাইয়া পৌরসভায় জমাদ্দার বাজার, মির্জার বাজার,রাধানগর ইউনিয়নে জঙ্গল মিয়া বাজার, পানুয়া ঘাট রহমানিয়া বাজার, উত্তম কুহুমা শান্তির হাট, পশ্চিম মধুগ্রাম জিনার হাট, রাধানগর বাজার, শুভপুর ইউনিয়নে দারোগার হাট ও শুভপুর বাজার। মহামায়া ইউনিয়নে মুনর হাট বাজার, পাঠাননগর ইউনিয়নে কাছারি বাজার, মোট বাজার, শিলুয়া চৌধুরী বাজার, দাইয়াবিবি বাজার, কন্ট্রাকটর মসজিদ বাজার, হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজার, ঘোপাল ইউনিয়নে চেয়ারম্যান বাজার ও চৌধুরী বাজার পশুর হাট বসেছে।
ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে কালীরহাট, জিএমহাট ইউনিয়নে জিএমহাট বাজার, মুন্সীরহাট ইউনিয়নে নতুন বাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ, পৈথারা, আলী আজম সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, ফুলগাজী সদর ইউনিয়নে ভূমি অফিস কম্পাউন্ড ও আমজাদ ইউনিয়নে আমজাদ হাট বাজারে পশুর হাট বসেছে।
পরশুরাম উপজেলায় মির্জানগর ইউপিতে সুবার বাজার, বটতলী, চিথলিয়ায় শালধর, রাজষপুর, ধনীকুন্ডা, বক্সমাহমুদ ইউনিয়নে বাংলা বাজার ও বক্সমাহমুদ বাজারে পশুর হাটে কোরবানীর পশু বিক্রি হচ্ছে।
এদিকে কোরবানীর পশুর হাটে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সার্বিক আইনশৃঙ্খলা বাড়ানো হয়েছে। চুরি-ছিনতাই রোধে ফেনী শহর, বাণিজ্যিক ব্যাংকসহ গুরুত্বপূর্ণ বিশেষ নজরদারীতে রাখা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনকে