নতুন ফেনী ডেস্ক >>
আসন্ন ঈদুল আযহায় ফেনীর ৬টি উপজেলায় ৩৩১ টি স্থানে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। ফেনী শহরে যেসব জায়গায় ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে তার মধ্যে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান, জহিরিয়া মসজিদ, বড় মসজিদ, ওয়াপদা ঈদগাহ মসজিদ, জিএ একাডেমি, সার্কিট হাউজ মসজিদসহ গুরুত্তপূর্ণ পয়েন্টগুলোতে চলছে জামাতের প্রস্তুতি।
এসব গুরুত্তপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি কাজ করবে সাদা পোষাকধারী আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এ ছাড়াও ঈদের জামাতে পুলিশের সোর্স নিয়োগ করা হয়েছে। অবাঞ্চিত বস্তু ও নিরাপত্তায় বিঘœ ঘটাতে পারে এমন বস্তু নিয়ে প্রবেশ ঠেকাতে বড় ঈদের জামাতগুলোর প্রবেশদ্বারে পুলিশ সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে চেক-আপ করবেন।
এ ছাড়াও ঈদের আগে ও পরে সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশী ও দুইজনের অতিরিক্ত মোটর সাইকেল আরোহীদের আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি