ফেনীতে ৮ হাসপাতাল-ডায়াগনষ্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে ৮ হাসপাতাল-ডায়াগনষ্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা • নতুন ফেনী
 ফেনী |
৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ৮ হাসপাতাল-ডায়াগনষ্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৪ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৭

নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে ৮ হাসপাতাল-ডায়াগষ্টিক সেন্টারের মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনিশিয়ার, ডিপ্লোমা নার্স না থাকা, মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের চিকিৎসা ও রোগ নির্ণয়ে প্রতারণার দায়ে শহরের এসএসকে সড়কের হায়দার ক্লিনিক ৫০ হাজার, আল কেমী হাসপাতাল ২০ হাজার টাকা, আল বারাকা হাসপাতাল ২০ হাজার ও ট্রাংক রোড়স্থ নিরাময় ডায়াগনষ্টিক সেন্টার ১ লাখ টাকা, এসএসকে সড়কের পপুলার ডায়াগষ্টিক সেন্টার ১০ হাজার, ইস্কয়ার ল্যাব ৪০ হাজার, কমপেক্ট ডায়াগষ্টিক সেন্টার ১০ হাজার টাকা এবং লাইফ কেয়ার ডেন্টাল ইউনিকের মালিক রাজিবকে ১৫ দিনের কারাদন্ড ও নগদ জরিমানা করা হয়। এসময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. সাইফুর রহমান ভূঞাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা: আরএইচ/জেএইচএম

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.