নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ‘দুর্নিবার’ নামে নতুন সামাজিক সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শুক্রবার বিকালে ফেনী জেলা পরিষদের ড. সেলিম আলদীন মিলনায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধরী।
ফেনী সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. শাহাদাত হোসেন, ব্যবসায়ী ও সংগঠক ইমন উল হক।
সংগঠনের সদস্য গাজী শামীম’র সঞ্চালনায় অনুষ্ঠানে দুর্নিবার’র প্রতিষ্ঠাতা ও নব গঠিত সভাপতি কামরুল হোসাইন রুবেল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ও যুগ্ম-সম্পাদক নুসরাত ইয়াসমিন ইমু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে যুব রেডক্রিসেন্ট, লিও ক্লাব, রোটার্যাক্ট ক্লাব, মাস্তুল ও যুব ক্যাব, দুর্নিবার’র সদস্যসহ অন্তত ২৫টি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। পরে অসহায় এক নারীকে সেলাই মেশিন প্রদান করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এনএনএন