ছাগলনাইয়ায় পাইলট উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়ায় পাইলট উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা • নতুন ফেনী
 ফেনী |
৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় পাইলট উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:২৩ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০১৭

ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় শিক্ষার মান উন্নয়নে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের সাথে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন ফারুক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শফিকুর রহমানের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, বিদ্যুৎসাহী সদস্য ও ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, সাবেক পৌর মহিলা কাউন্সিলর মোর্শেদা আক্তার শিল্পী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালেক বাহার, গিয়াস উদ্দিন আজাদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসান, সহ-সভাপতি মোহাম্মদ শেখ কামাল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, সিনিয়র শিক্ষক মোঃ জাকের হোসেন, গিয়াস উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.