ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ জোরদারকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ২১ দিনব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মহামায়া গনপাঠাগারের উদ্যোগে উপজেলার চাঁদগাজী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের ফেনীর উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান।
গণপাঠাগারের সভাপতি মোঃ ইউনুস খান’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল হক’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব উন্নয়নের সহকারী উপ-পরিচালক মোঃ আলী হোসেন, মহামায়া ইউপি সদস্য নুরুল করিম চৌধুরী সবুজ, চাঁদগাজী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মুজিব, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান, কার্যকরী সদস্য এনায়েত উল্যাহ সোহেল, দুবাই প্রবাসী মিজানুর রহমান, গনপাঠাগারের সদস্য মোঃ আল কাওসার মজুমদার, মোঃ ইসমাইল, মুন্না, বাবলু প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







