নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার শহরের বিরিঞ্চি ও ধর্মপুর ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ৩পিস ইয়াবাসহ সরোয়ার হোসেনকে আটক করে। পরে বিচারক তাকে ৬মাসের কারাদ- প্রদান করে। স্থানীয়রা জানায়, সে ওই এলাকার চিহ্নিত মাদক ও ছিনতাই চক্রের মূল হোতা।
একইদিন শহরতলীর ধর্মপুর ইউনিয়নের বটতলা এলাকার হাজী বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালায় আদালত। এসময় ৫০পিস ইয়াবাসহ মো: জাহাঙ্গীরকে (৪৫) কে আটক করা হয়। পরে তাকে ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। সে ওই এলাকার মো: ইয়াকুবের ছেলে। অভিযানকালে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, মাদকের ভয়াবহতা নির্মূলে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি