নিজস্ব প্রতিনিধি >>
সোনাগাজীতে আশ্রয় নেয়া একই পরিবারের ১৩ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রেজিস্ট্যার্ড ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
জানা যায়, ২৫ আগস্ট মায়ানমারের আরাকানে বর্বর নির্যাতন ও গণহত্যার শিকার হয়ে কয়েক লাখ রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশে প্রবেশ করে। ১২ সেপ্টেম্বর আত্মীয়তার সূত্র ধরে সোনাগাজী উপজেলার চর সাহাভিকারী গ্রামের মাতব্বর বাড়িতে আশ্রয় নেয় রোহিঙ্গা পরিবারটি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান তাদের খোঁজখবর নিয়ে নজরদারিতে রাখেন। পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসনের সহযোগিতায় ওই ১৩ রোহিঙ্গাকে উখিয়ায় কুতুপালং রেজিস্ট্যার্ড ক্যাম্পে প্রেরণ করেন।
উল্লেখ্য, গার্মেন্টসে চাকরির সুবাধে মিয়ানমারের আরাকান রাজ্যের তাংবাজার থানাধীন বাইচি ধাং মরু ইউপির চাঙ্গেনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আনোয়ারের এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ২০১২ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আনোয়ার বাংলাদেশে থেকে যায়। সম্প্রতি মায়ানমারে গণহত্যা শুরু হলে তার মোহাম্মদ জাফর আহাম্মদ, জাফর আহাম্মদের স্ত্রী আম্বিয়া খাতুন, জাফর আহাম্মদের ছেলে মৌলভী মোহাম্মদ সফি, মৌলভী সফির স্ত্রী ছেনুয়ারা বেগম, আব্দুল হাইয়ের ছেলে আজিজুল হক, আব্দুল হাইয়ের স্ত্রী খতিজা বেগম, মৌলভী সফির সন্তান লাকি, মোহাম্মদ আলম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ওমর, মোহাম্মদ হাসান, আজিজুল হকের সন্তান মোসাম্মৎ নুর হাসিনা, মোসাম্মৎ আছিয়া সোনাগাজীতে এসে আশ্রয় নেয়।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি