নিজস্ব প্রতিনিধি>>
ফেনী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও সমিতির সহ-সভাপতি আবদুর রহমান বি.কম।
সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সদস্য সামী-উল হক সাহীন, বাহার উদ্দিন বাহার, শুকদেব নাথ তপন, আজীবন সদস্য রাজীব খগেশ দত্ত, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাজমুল মোরশেদ চৌধুরী প্রমুখ।
সমিতির কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ’র সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), যুগ্ম-কোষাধ্যক্ষ আবু নাছের চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য শুকদেব নাথ তপন, মজিবুর রহমান ভূঞাঁ, ফরিদ আহমদ ভূইঁয়া, সাহাব উদ্দিন আহমেদ সিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী ও রোটাঃ খুরশেদ আলম বাবুল।
এছাড়াও সমিতির আজীবন সদস্যবৃন্দ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক, সহকারী পরিচালক, আবাসিক মেডিক্যাল অফিসার, চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এপি