ছাগলনাইয়ায় প্রতিনিধি >>
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ছাগলনাইয়ায় আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউপির ২নং নিজপানুয়া ওয়ার্ডের উদ্যোগে কার্লভাট বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাধানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না।
ওয়ার্ড আ’লীগের সভাপতি মফিজ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবদুর রউপ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহাদাত হোসেন সোহেল প্রমূখ।
এছাড়া ও একই ইউনিয়নের ১নং কাশীপুর ওয়ার্ড আ’লীগ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ। সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবদুর রউপ ভূঁঞা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৬নং লক্ষীপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাইন উদ্দিন মেম্বার। সাধারণ সম্পাদক আবদুল মোমিনের সঞ্চালনায় ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবদুর রউপ ভূঁঞা প্রমূখ।
৪নং উত্তর কুহুমা ওয়ার্ড আ’লীগ সভাপতি কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের কোষাধক্ষ্য মোস্তফা ফরায়েজী। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী রাশেদুন্নবী রাশেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্না, সহ-সভাপতি কাদের ফরায়েজী।
৯নং পূর্ব মধুগ্রাম ওয়ার্ড আ’লীগ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। উপজেলা ছাত্রলীগ নেতা রিজেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কফিল উদ্দিন কফিল, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে একইদিন উপজেলার পাঠাননগর ইউপির সবকটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালন করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এইএচএসটি/এমকেএইচ