সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাখাওয়াত হোসেন শাকিল (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়েতার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, ওইদিন সকালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামে পোল্ট্রি ফার্ম ঘেসে দাঁড়ায়। এসময় ফার্মে বিদ্যুৎ সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত শাকিল নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামের হোসেন আহম্মদ সওদাগর বাড়ীর রবিউল হকের ছেলে। সে ধলিয়া সালামতিয়া আলিম মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. হুমায়ুন কবীর বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এএইচআর







