পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে যুব দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর পরশুরাম এর আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পরে উপজেলা খোকা মিয়া মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বি.এম হুমায়ুন করিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মনির হায়দার, কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, মৎস্য কর্মর্তা বিজয় পাল।
পরে প্রধান অতিথি মৎস্য ও সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত ৮০জন যুবক যুবতীদের মাঝে সার্টিফিকেট প্রদান করে এবং ১০৩জন যুবকদের মাঝে প্রায় ৪৩ লক্ষ টাকা ঋণ বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়নের উপজেলা ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার মোঃ সেলিম মজুমদার।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ