নিজস্ব প্রতিনিধি>>
দাগনভূঞায় স্ত্রী নির্যাতনের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও নির্যাতিতা সূত্রে জানা যায়, স্থানীয় পূবালী ব্যাংকের কর্মকর্তা একরামুল হকের (৩১) বিরুদ্ধে তার স্ত্রী ফারহানা সুলতানা নির্যাতন ও যৌতুক দাবীর অভিযোগ এনে গত ১১ অক্টোবর আদালতে একটি মামলা দায়ের করেন। ওইদিন আদালত একরামুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত একরামুল হক দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।
জানা যায়, ২০১৫ সালে সোনাগাজী উপজেলার চরলক্ষ্মিগঞ্জ গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ফারহানা সুলতানাকে বিয়ে করেন একরাম। বিয়ের পর থেকে সে তার স্ত্রীকে ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে প্রায়ই নির্যাতন করত। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে ১ বছরের শিশু কন্যাসহ বাবার বাড়ীতে পাঠিয়ে দেয় একরাম। পরিশেষে বাধ্য হয়ে তার স্ত্রী ১১ অক্টোবর সোনাগাজী আমলী আদালতে একটি নির্যাতন মামলা দায়ের করেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ একরামকে দাগনূঞার পৌর শহরের বাসা থেকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







