নিজস্ব প্রতিনিধি>>
স্টারলাইন গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলে ক্রিকেটার ফেনীর ছেলে মোহাম্মদ সাইফুদ্দিন। বৃহস্পতিবার সকালে গ্রুপের একটি মিলনায়তনে সাইফুদ্দিনের সাথে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক জাফর উদ্দিন।
স্টারলাইন ফুড প্রোডাক্ট’র সিনিয়র এজিএম সঞ্জিব সাহা টিটু, সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার লাইন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সন্তোষ রঞ্জন নাথ, স্টারলাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, আবু বক্কর ছিদ্দিক, মনির উদ্দিন, দৈনিক প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিনিধি আবু তাহের, দৈনিক সমকাল প্রতিনিধি শাহজালাল রতন, ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টার ঐক্য পরিষদ আহবায়ক শুকদেবনাথ তপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন ও ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু।
ক্রিকেটার সাইফুদ্দিন স্টার লাইন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্যে বলেন, ফেনীবাসীর দোয়া ও সহযোগিতা নিয়ে জাতীয় দলে খেলছি। এটি অব্যাহত রাখতে চাই। আমি চেষ্টার করবো ফেনীবাসীর মান রক্ষা করতে।
সম্পাদনা: আরএইচ