শহর প্রতিনিধি>>
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্বপ্রামান্য ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হওয়ায় ২৫ নভেম্বর দিনব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে জেলা প্রশাসন। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রাশাসকের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুলদীপ চাকমা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম প্রমূখ।
সম্মেলনে জানানো হয় ২৫ তারিখ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার মাধ্যমে কর্মসূচী শুরু হবে। এর পর জেলা,উপজেলা প্রাশাসন,পৌরসভা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে ফেনীর সিনেমা হলে ও রাতে কুমিল্লা বাস স্ট্যান্ডে ওরা ১১ জন ছবিটি প্রদর্শিত হবে।
সম্পাদনা: আরএইচ/এনইউ