শহর প্রতিনিধি>>
ফেনী ডায়াবেটিস হাসপাতালে দু’টি পানির ফিল্টার স্থাপন করেছে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব। রাববার ফিল্টারের মাধ্যমে পানি বিতরণের উদ্বোধন করেন ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আক্রামুজ্জমান ও সাধারণ সম্পাদক শুশেন চন্দ্র শীল।
এসময় অন্যান্যদের মধ্যে সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব, যগ্ম-সম্পাদক নজরুল ইসলাম খোন্দকার, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মোয়াজ্জেম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার রোটাঃ ডা: নাজমুল মোরশেদ চৌধুরী, রোটাঃ ডা: সিকান্দর আবু জাফর, রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশ এর এসিস্ট্যান্ট গভর্ণর রোটাঃ সিপি আবদুল আউয়াল সবুজ, ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট রোটাঃ হানিফ মজুমদার মিন্টু, সেক্রেটারী রোটাঃ সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, রোটাঃ মো: মহিম উদ্দিন পৃথিবী, রোটাঃ মো: শাহ আলম ভূইয়া উপস্থিত ছিলেন।
এটি স্থাপনের মাধ্যমে হাসপাতালে তৃতীয় ও পঞ্চম তলায় স্থাপিত ফিল্টারের মাধ্যমে অন্তঃবিভাগের রোগীগণ এ ফিল্টারের মাধ্যমে নিরাপদ পানির সুবিধা পাবেন।
সম্পাদনা: আরএইচ







