সদর প্রতিনিধি>>
ফেনীর শহরতলীর কাজিরবাগ আইডিয়াল স্কুলের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আনন্দপুর ইউনিন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার।
আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ছায়েদুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী বুলবুল আহাম্মদ সোহাগ, ফেনী পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক খালেদ ইকরাম জুয়েল, যুগ্ন-আহবায়ক ইকবাল হোসেন বাবলু, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু, প্রতিষ্ঠাতা পরিচালক জহিরুল হক ভুইয়া রাসেল, স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী মো সামছুল হক ভুইয়া।
অনুষ্ঠানে শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, সন্মনা ক্রেষ্টা প্রদান করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এইএম







