নতুন ফেনী ডেস্ক>>
সোনাগাজীতে শাহাদাত হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান এ আদেশ দেন।
পুলিশ জানায়, উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেনকে পুলিশের সহযোগিতায় মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এরপর স্থানিয় একাকাবাসীর উপস্থিতিতে আটক শাহাদাতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে বিচারক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শাহাদাত উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের মোশারফ হোসেনের পুত্র।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশীদ জানান, দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ







