মোঃ কামরুল হাসান>>
ছাগলনাইয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্যাম্পাস’র উদ্বোধনী অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছ জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতিক উল্যাহ’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, থানার পরিদর্শক (তদন্ত) গোলান জিলানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বশর, ম্যানেজিং কমিটির সদস্য মোর্শেদা আক্তার শিল্পি, আব্দুল কাদের মিয়াজি প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ