নিজস্ব প্রতিনিধি >>
ফেনী মুক্ত দিবসে ‘উড়াই বিজয় নিশান’ নামে র্যালী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়ছে। জেলা প্রশাসনের আয়োজনে ‘৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবসে মিলিত হই মুক্তির মিছিলে’ শ্লোগানে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে পতাকা উত্তোলন করবে ফেনীর সর্বস্তরের মানুষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় শহরের ট্রাংক রোড়ে জাতীয় পতাকা হাতে মুক্তিযুদ্ধে ফেনীসহ দেশের সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় উদযাপন করবে হাজার হাজার মানুষ। স্টার লাইন গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান ফেনী ন্যাশনাল কলেজ ও স্টার লাইন স্প্রাউট ইন্টার ন্যাশনাল স্কুলের সহযোগিতায় পতাকা র্যালিটি শহরের ট্রাংক রোড খেজুর চত্ত্বর থেকে সমবায় সুপার মার্কেট, ফেনী প্রেসক্লাব, ফেনী মডেল থানা ও জেলা কারাগার পর্যন্ত বিস্তৃত হবে।
এদিকে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পতাকা র্যালিটি সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা জানায়, ১ হাজার মিটারের দীর্ঘ পতাকা ছাড়াও র্যালিকে আকর্ষনীয় করে তুলতে উপস্থিত মানুষের হাতে হাতে ছোট পতাকা ও মুকুট সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন লে: কর্ণেল জাফর ইমাম বীর বিক্রম। জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা সুরমা, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, মার্কেন্টাইল ব্যাংক পরিচালক আক্রাম হোসেন হুমায়ুন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
এ বিষয়ে আয়োজন কমিটির সদস্য ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন নতুন ফেনী’কে জানান, ৬ ডিসেম্বর ফেনীবাসীর জন্য অবিস্মরনীয় দিন। দিনটিকে আরো বেশি স্মরনীয় করে রাখতে জেলা প্রশাসন যে কর্মসূচির আয়োজন করেছে তার সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত। এ কর্মসূচিতে ফেনীর সর্বস্তরের মানুষের অংশ গ্রহণ কামনা করেন তিনি।
সম্পাদনা: আরএইচ







