নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ১ কোটি ৭৫লাখ ২৪ হাজার ৩শ’ ৯৯ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড় বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে তাঁরা এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, ওই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার বাঘমারা নাম এলাকায় অভিযান চালায় বিজিবি’র একটি দল। এসময় ৭শ’ ৩১ পিস ভারতীয় শাড়ী, ৫শ’২০ টি থ্রি-পীচ, ২ হাজার ৩শ’ ৭০ মিটার প্যান্ট ও শার্ট’র কাপড় জব্দ করা করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত কাাপড়ের আনুমানিক মূল্য ৮৬ লাখ ২৯ হাজার টাকা।
একই দিন ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ও মধুগ্রাম নামক এলাকায় অভিযান চালায় সুবেদোর এ কে ফজলুল হক ও নায়েব সুবেদার আব্দুর রহমান’র নেতৃত্বে বিজিবি’র আরেকটি টহলদল। এসময় ট্রাক ভর্তি ১ হাজার ৩শ’ ৭৫ ঘনফুট চোরাই কাঠ জব্দ করেন। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৯৫ হাজার ৩শ’ ৯৯ টাকা।
ফেনীর জায়লস্করস্থ ৪-বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সহিদুর রহমান জানান, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট দফতরে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদনা: আরএইচ/এএইচআর