নিজস্ব প্রতিনিধি >>
‘মুক্তিযোদ্ধা যাচাই-বাচাইয়ের নামে কোন ধরণের প্রহসন মেনে নেয়া হবে না’- বলে মন্তব্য করেছেন সাব-সেক্টর কমান্ডার ও সাবেকমন্ত্রী লে: কর্নেল (অব:) জাফর ইমাম বীর বিক্রম। বুধবার শিল্পকলা শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে ফেনী মুক্ত দিবসে শপথ বাক্য পাঠ করানো পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে আসছেন। পর্যায়ক্রমে সঠিক যাচাই-বাচাইয়ের মাধ্যমে সকল মুক্তিযোদ্ধাকে প্রাপ্য সম্মান দেয়া হবে। জাফর ইমাম বলেন, আমরা বঙ্গবন্ধু কন্যাকে এ বিষয়ে অবহিত করেছি। প্রয়োজনে যাচাই-বাচাইকারীদের বাচাই করা হবে।
সাবেক মন্ত্রী আরো বলেন, ৭ মার্চের ভাষণ আমাদের স্বাধীনতা যুদ্ধের মন্ত্র। এ ভাষণের মাধ্যমে তিনি যার যা কিছু আছে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়েছেন। যারা জাতীর পিতাকে অস্বীকার করেন তাদের চিহ্নিত করতে হবে। সরকারের প্রতি তাদের ভোটাধিকার বন্ধকরার আহবান জানান।
তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে। স্বাধীনতাকে আমাদের কেউ এমনি এমনি দিয়ে দেয়নি। অনেক দাম দিয়ে কিনেছি আমাদের এ স্বাধীনাত। আজকে যারা পতাকা হাতে এখানে সমবেত হয়েছে তাদের এ পতাকার ইতিহাস জানতে হবে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম, মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, অতিরিক্ত জেলা প্রসাশক দেবময় দেওয়ান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, মার্কেন্টাইল ব্যাংক’র সাবেক চেয়অরম্যান আক্রাম হোসেন হুমায়ুন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, সোনাগাজী উপজেলা জেয়ারম্যান জেডএম আক্রামুজ্জামান, ফুলগাজী উপজেলা চেয়ারম্যন আবদুল আলীম, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীরসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/ডিটি