মো. কামরুল হাসান>>
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে বলে মন্তব্য করেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার। সোমবার সকালে উপজেলার ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, নতুন বছর, নতুন দিন এই শপথ গ্রহন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার সারাদেশের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ৩৫ কোটি বই উপহার দিচ্ছেন। এরমধ্যে ছাগলনাইয়ার জন্য ৪ লক্ষ।
অভিভাবকদের উদ্দেশ্যে শিরিন আখতার বলেন, শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক কর্মসূচি রয়েছে। শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনার সন্তানদেরকে স্কুলে পাঠান। নিয়মিত তাদের খোঁজ খবর নিন। ঠিকমতো তারা স্কুলে যাচ্ছে বা পড়াশুনা করছে কিনা তা খেয়াল রাখুন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাসদ নেত্রী শিরিন আখতার বলেন, তোমরা যারা নতুন প্রজন্ম, তারা ডিজিটাল প্রজন্মের সন্তান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসতে না পারি তাহলে জাতিকে ভালোবাসতে পারবোনা। যাদের তাজা রক্তের বিনিময়ে আজ আজ আমরা এক স্বাধীন দেশ পেয়েছি তাদেরকে ভালোবাসতে হবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভূঁঞার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী সিরাজ উদ্দিন চৌধুরী স্বপন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণী উৎসব পালন করা হয়েছে। পৌর শহরের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকের হোসেন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
করৈয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আফছার’র সভাপতিত্বে বই বিতরণী উৎসবে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কো-অডিনেটর মো: আতিকুর রহমান, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুছা মিয়া পাটোয়ারী প্রমূখ।
এছাড়াও ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া একাডেমী, ইসলামীয়া ফাজিল মাদ্রাসা, উদয়ন কিন্ডারগার্টেন, ইম্পিরিয়াল স্কুল, মডেল স্কুল এন্ড কলেজ, চাঁদগাজী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, বল্লবপুর স্কুল এন্ড কলেজ, মুহুরিগঞ্জ উচ্চ বিদ্যালয়, আলী আকবর উচ্চ বিদ্যালয়, চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সারাদেশের ন্যায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণী উৎসব পালন করা হয়।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ