নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতেও বছরে প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে সরকার। সোমবার বছরের প্রথমদিন জেলার সবক’টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে বই উৎসবের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এদিকে বছরের প্রথম দিন নতুন বই হাতে আনন্দে আত্মহারা কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বইয়ের রঙিন পাতা উল্টিয়ে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে।
সকালে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একই দিন ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী।
এছাড়াও জেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রাক-প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে সরকার।
সম্পাদনা: আরএইচ







