পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। সোমবার উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে বাজারের প্রধান সড়ক পদক্ষিণ শেষ একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় ফেনী জেলা পরিষদের সদস্য ও পরশুরাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম, মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, পৌর কাউন্সিলন এনামুল হক এনাম, নিজাম উদ্দিন চৌধুরী সুমন, আব্দুল মান্নান, শ্রমিকলীগ নেতা আবদুল রসুলসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগাত ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা, লন্ডনে বাংলাশে দূতাবাসে হামলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর ছবি ভাংচুরকারীদের গ্রেফতার ও সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে দেশে এনে শাস্তির দাবী করেন।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড ও তারেক জিয়াসহ অপর ৫ আসামীকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এ রায়ের পর লন্ডনে বাংলাশে দূতাবাসে হামলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর ছবি ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ







