নতুন ফেনী ডেস্ক >>
ছাগলনাইয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সোহরাব হোসেন সৌরভ (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার পাঠান নগর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছেন ছাগলনাইয়া থানার তিন পুলিশ কনস্টেবল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মো. সোহরাব হোসেন সৌরভ নামের এক ডাকার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যমতে অস্ত্র উদ্ধার এবং অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চালায়। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় সৌরভ গুলিবিদ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়। তিনি জানান, গোলাগুলির ঘটনায় পুলিশ কনস্টেবল মাইন উদ্দিন, খোরশেদ আলম ও মিঠন চাকমা আহত হন। তাদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত সৌরভ উপজেলার পাঠান নগর এলাকার মো. আমিনের ছেলে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) এমএম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সৌরভের বিরুদ্ধে ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।
সম্পাদনা: আরএইচ/এসডি