শহর প্রতিনিধি>>
ফেনীতে প্রায় প্রায় ৭ লক্ষ টাকার নকল কয়েল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ফেনীর বিসিকে অভিযান চালিয়ে এসব কয়েল ধ্বংস করা হয়। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার মো: রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
আদালত সূত্র জানায়, বিএসটিআই ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমতি ছাড়া চাড়িপুরের নকল কয়েল প্রস্তুত করছে ইউলাদ কর্পোরেশন। অভিযানে ৭ লক্ষ টাকা মূল্যের ৪০০ কার্টুন কয়েল ও এগুলো বানানোর কাচামাল জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো: রাসেলকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই পরিদর্শক সাইফুর রহমান, ফিল্ড অফিসার আশিকুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এসআর