নিজস্ব প্রতিনিধি>>
মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে নানা কার্যক্রম হাতে নিয়েছে ফেনী জেলা প্রশান। প্রথম প্রহরে শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি শুরু হবে।
সূর্যোদয়ের সাথে সাথে ফেনী জেলার সরকারি/বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রভাত ফেরী। সকাল ৯ ঘটিকায় ভাষা শহীদ সালাম স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গন দাগনভূঞা’য় রয়েছে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভাষা সৈনিক এবং একুশে পদক প্রাপ্ত জনাব শামসুল হুদা। এছাড়া দিনব্যাপী চিত্রাংকন, দেশাত্মবোধক সংগীত ও রচনা প্রতিযোগিতা, ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শনীসহ রয়েছে নানা আয়োজন। বই পড়ার চর্চাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পিটিআই স্কুল মাঠে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী গ্রন্থমেলা। বিকাল ৪ ঘটিকায় গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভাষা সৈনিক এবং আপীল বিভাগের প্রাক্তন বিচারপতি জনাব কাজী এবাদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানের পর ফেনী জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্পাদনা: আরএইচ/এমইউ