শহর প্রতিনিধি>>
ফেনীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনা সভা ও পুলিশ শহীদ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে নিহতদের স্মরণ করা হয়।
এসময় উপস্থতি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মিয়া, উক্য সিং, সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাছির উদ্দিন, পরিদর্শক (ডিএসবি) নজিবুল্লাসহ ছাড়াও জেলার ৬ টি থানার পরিদর্শকবৃন্দ ও জেলার কর্মতে পুলিশ সদস্যরা।
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে দিবসটি প্রতি বছর পালন করে পুলিশ প্রশাসন।
সম্পাদনা: আরএইচ