নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে এসএসসি পরীক্ষার্থী শিরিন সুলতানা রত্না হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার বিপ্লব (২০) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একই ফ্লাটের পাশের রুম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শহরের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কের সুলতানা হক ম্যানশন’র তৃতীয় তলায় একটি রুম থেকে মুখ ও হাতে রক্ত লাগা অবস্থায় বিপ্লবকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে একই ফ্লাটের বাথরুম থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তাক্ত চুরি উদ্ধার করে পুলিশ। বিপ্লবের পরিবার একই বিল্ডিংয়ের চতুর্থ তলায় ভাড়া থাকতো। তদন্তের স্বার্থে পুলিশ বিপ্লবের পরিচয় গোপন রাখছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বিপ্লবকে জিজ্ঞাসাবাদ চলছে।
এরআগে ১ মার্চ সন্ধ্যায় গলাকাটা অবস্থায় শিরিন সুলতানা রত্মার লাশ উদ্ধার করে পুলিশ। সে এবার ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন থেকে ব্যবসায় বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সে সৌদি প্রবাসী আনিসুল হক ও সালমা আক্তারের ছোট মেয়ে। তাঁরা ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটা মোবারকঘোনা গ্রামের মাহবুব সওদারগর বাড়ীর বাসিন্দা।
সম্পাদনা: আরএইচ