শহর প্রতিনিধি>>
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে শনিবার দুপুরে ফেনী জেলা মহিলা দল জনগনের মাঝে লিফলেট বিতরন করেছে।
ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা ও সাধারন সম্পাদক সেলিনা বাচ্চুর নেতৃত্বে ফেনীর ট্রাংক রোডস্থ প্রেস ক্লাব চত্ত্বর থেকে লিফলেট বিতরন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ফেনী জেলা জিয়া পরিষদের আহবায়ক এড. পার্থ পাল চৌধুরী, ফেনী জেলা মৎস্যজীবী দলের যুগ্ম-আহবায়ক ও মোটবী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. ইসমাইল হোসেন ভূঞা, সাবেক ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শাকিল, ফেনী জেলা মহিলা দলের সহ-সভাপতি আয়েশা আক্তার, যুগ্ম-সম্পাদক রোকসানা আক্তার, সদস্য রওশন আরা, ফেনী সদর উপজেলা মহিলা দলের সভাপতি জয়নব বানু, সাধারন সম্পাদক শাহেনা আক্তার, ফেনী পৌর মহিলা দল সাধারন সম্পাদক শাহীন আক্তার, ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক জান্নাতুল ফেরদাউস প্রমুখ।
সম্পাদনা: আরএইচ