মিরসরাইয়ে ১৮ রত্মাগর্ভা মাকে সম্মাননা ও গুণীজন সংবর্ধনা • নতুন ফেনীনতুন ফেনী মিরসরাইয়ে ১৮ রত্মাগর্ভা মাকে সম্মাননা ও গুণীজন সংবর্ধনা • নতুন ফেনী
 ফেনী |
৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ১৮ রত্মাগর্ভা মাকে সম্মাননা ও গুণীজন সংবর্ধনা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১২ অপরাহ্ণ, ০৪ মার্চ ২০১৮

মিরসরাই প্রতিনিধি>>
একজন মা স্বল্প শিক্ষিত হয়েও ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে। সন্তানরা এখন দেশ বিদেশের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত। নিজে না খেয়ে সন্তানদের মানুষ করেছেন। এমন মায়েদের সংবর্ধনা দেয়া হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। রতœগর্ভা মা সম্মাননা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রজম্ম মিরসরাই’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার জোরারগঞ্জ জলসা কমিউটিনি সেন্টারে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

প্রজম্ম মিরসরাই এর সভাপতি রাজীব দাশের সভাপতিত্বে ও সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। এছাড়া প্রধান আলোচক ছিলেন কাব্য লেখক কাউয়ুম নিজামী ও প্রধান বক্তা ছিলেন ক্লিপটন গ্রুপের পরিচালক ও সিইও আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী।

আলোচনা সভা শেষে উপজেলার ১৮ জন রতগর্ভা মা নিরূপমা দত্ত, লেখিকা ফাহমিদা আমিন (মরণোত্তর), সাহানা আক্তার, আনোয়ারা বেগম, রাফিয়া খাতুন (মরণোত্তর), ফাতেমা বেগম (মরণোত্তর), জরিনা বেগম, সামসুন নাহার, হামিদা আক্তার, দিল আফরোজ বেগম, হোসনে আরা বেগম (মরণোত্তর), প্রতিভা রানী বড়–য়া, বদরে জাহান, ফজিলাতুন্নেছা, ফুলজাহান বেগম, রৌশনারা বেগম (মরণোত্তর), ছকিনা বেগম, রশীদা খাতুন (মরণোত্তর), কে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এছাড়া নাট্যকলায় নাট্যকার শেখ শকওত ইকবাল চৌধুরী ও সাহিত্যে লেখক মাহমুদ নজরুলকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সম্মাননা ও সংবর্ধনা শেষে প্রজম্ম মিরসরাই এর মেধা বৃত্তি পরীক্ষায় ২০১৭ সালে সেরা দুইজনকে কম্পিউটারসহ মোট ১০৩জন মেধাবী শিক্ষার্থীকে পুরষ্কার তুলে দেয়া হয়েছে।

নুষ্ঠানে রতœগর্ভা মাদের সন্তানদের মধ্যে বক্তব্য রাখেন কর কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি রাশেদা আক্তার মুন্নি, বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.এস এ ফারুক, ডা.মামুন ইবনে আমিন, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাসান খান, অধ্যাপক সমিরণ বড়–য়া, অধ্যাপক হায়দার হাসান চৌধুরী, শাহ নেওয়াজ রবিন, বিপুল দত্ত, বদরুল আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো.আলীম উল্যাহ, শহিদুল আলম মঞ্জু। এছাড়া সংগঠনের নির্বাহী পরিচালক ইউনুচ নুরী, পরিচালক আব্দুর রহিম, মামুনুর রশীদ মামুন, নুপুর দাশ, রিপন দাশ, শাহাদাত রিপাত ও রাহুল দাশ বক্তব্য রাখেন।
সম্পাদনা: আরএইচ/এনইউ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.