নতুন ফেনী ডেস্ক>>
ফেনীর ছাগলনাইয়ায় আসছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ১৪ মার্চ বুধবার ছাগলনাইয়ার আদালত মাঠে দলীয় একটি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
ছাগলনাইয়া উপজেলা জাসদ’র সভাপতি কাজী আবদুল বারী জানান, জনসভায় ফেনী- ১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শিরিন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, সাখাওয়াত হোসেন রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই মাহবুবসহ কেন্দ্রিয় নেতারা উপস্থিত থাকবেন।
কাজী আবদুল বারী আরো জানান, ইতিমধ্যে দলের পক্ষ থেকে কয়েকটি প্রস্তুতি সভা করা হয়েছে। জনসভা আয়োজন করতে সব ধরণের প্রস্তুুতি চলছে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ