নতুন ফেনী ডেস্ক>>
ফেনীর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে ৭ মার্চ ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করছে শহীদ জহির রায়হান মিলনায়তন পুন:প্রতিষ্ঠা মঞ্চ। ওই দিন বিকালে ফেনীর আঞ্চলিক ৯টি ব্যান্ড দল গান পরিবেশন করবেন বলে আয়োজক সূত্র জানিয়েছে।
আয়োজক সূত্র আরো জানায়, ফেনীর লিডিয়ান ব্যান্ড, সাইলেন্ট রকার, ব্ল্যাক স্টোন, হ্যাভেন্স ডোর, বিবর্ণ, ফেনী’র ঢোল, চ্যালেস্টিয়াল, এ্যান্ড অব থিওরি ও অবাধ্য ব্যান্ড তাদের গানের পরিবেশনা উপস্থাপনা করবে। অনুষ্ঠানটি ফেনীর ডিজিটাল ভিশন, ডিজি কম ও হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় সরাসরি সম্প্রচার করা হবে।
সম্পাদনা: আরএইচ