নিজস্ব প্রতিনিধি>>
সোনাগাজীর লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার সন্ধ্যায় উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা থেকে হরিণটি উদ্ধা করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন বিকালে মুহুরী প্রজেক্ট এলাকায় একটি হরিণ ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ হরিণটি সোনাগাজী বন বিভাগের কাছে হস্তান্তর করেন। পরে উপজেলা বন বিভাগের তত্ত্বাবধানে পরে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশিদ মুহুরী প্রজেক্ট এলাকা থেকে চিত্রা হরিণটিকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এমইউ