পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্ণীতি মুক্ত বাংলাদেশ’ শ্লোগানে দুর্ণীতি বিরোধী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার খোকামিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার( তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিরোধ প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ মনিরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আকতার হোসেন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন,
কমিশন’র নোয়াখালীর উপ-পরিচালক মোঃ তালেবুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠনে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ