নতুন ফেনী ডেস্ক>>
সোনাগাজীতে দিনভর বিনামুল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পুলিশ ফাঁড়িতে এ কর্মমসূচির উদ্বোধন করেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী।
এসময় চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্ট, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান, প্রধান শিক্ষক আজিজ উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মমূচিতে চিকিৎসা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসাপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান ডা. মনিলাল আইচসহ অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল। কর্মসূচীতে এলাকার ৫ শতাধিক নারী পুরুষ বৃদ্ধ ও স্থানীয় স্কুলের শীক্ষার্থীরা কর্মসূচীতে চিকিৎসা নেন।
সম্পাদনা: আরএইচ