নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার বিকালে শহরের ওয়াপদা মাঠে মেলা উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সাইফুর রহমান।
বাংলাদেশ ক্ষুদ্র কুঠির শিল্প ম্যানুঃ বিজনেস সোসাইটি কর্তৃক আয়োজিত মেলায় ১শ’ ৩০টি স্টল স্থান পেয়েছে। তবে উদ্বোধনের দিন পর্যন্ত ৭৫টি স্টল প্রস্তুত হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যে সবগুলো স্টল প্রস্তুত হবে বলে আয়োজক কমিটি সূত্র জানায়।
মেলা আয়োজক কমিটির সভাপতি শহিদুল ইসলাম খান পিন্টু জানান, মেলার নিরাপত্তায় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ ও সৌন্দর্য বর্ধনের জন্য ঝর্ণা, নাগর দোলা, ডিজিটাল রাইডার ও নৌকা দোলাসহ বিভিন্ন রাইড রয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনইউসি