নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর তিনটি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেথে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলবে। এ খন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্টট সূত্র জানায়, সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ২নং ওয়াডের উপ-নির্বাচনের ইউপি সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্ধিতা করছেন। আব্দুল কাদের (ফুটবল), জসিম উদ্দিন (আপেল), নিজাম উদ্দিন (মোরগ), মিজানুর রহমান (টিউব ওয়েল), মো: ইউনুস (তালা)। এ ওয়ার্ডে ২ হাজার ১শ’ ৩৪জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে উপনির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সাবেক মেম্বার সহোদর অজিৎবরণ দাস ও নেপল চন্দ্রশীলের পক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ ওয়ার্ডে ১ হাজার ৯শ’ ৮৮ ভোটার রয়েছে। এদের মধে ৯শ’ ৯৬ জন পুরুল ও ১ হাজার ১২ জন মহিলা ভোটার রয়েছে।
এছাড়াও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী অঞ্চল মির্জানগর ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে সত্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মধ্যম মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছে। তিনটি ওয়ার্ডে ৫ হাজার ৬৬ জন ভোটার রয়েছে।
বগাদানা ইউনিয়ন চেয়ারম্যান ইসহাক খোকন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভঅবে সম্পন্ন হচ্ছে। কেন্দ্রে পুলিশসহ একজন ম্যজিস্ট্রেট দেয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন নতুন ফেনী’কে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনএইচ