দাগনভূঞা প্রতিনিধি >>
দাগনভূঞায় ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে গেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের রামননন্দ পুর গ্রামের মিজান মেম্বার বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই দিন রাতে স্থানীয় মিজান মেম্বার বাড়ীর মৃত নুরুল হকের ছেলে গিয়াস উদ্দিন ও মহিন উদ্দিনের ঘরে আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে নোয়াখালীর বসুরহাট ফায়ার সার্ভিস ঘটানাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন তারা।
স্থানীয় ইউপি মেম্বার ও ইউনিয়ন আ’লীগের সভাপতি হারিছ আহাম্মদ মিজান বলেন, আগুনের লেলিহান শিখা এত তীব্র ছিলো যে মহুর্তে দুই ভাইয়ের বসত ঘর এবং ঘরে থাকা নগদ অর্থসহ, বাড়ির আসবাবপত্র পুড়ে যায়।
দাগনভূঞা থানা পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ







