নিজস্ব প্রতিনিধি>>
দাগনভূঞায় দুই পাসপোর্ট দালালকে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার উপজেলার দাগনভূঞা বাজারে এ অভিযান চালান ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
আদালত সূত্র জানান, পাসপোর্ট তৈরী করে দেয়ার নাম করে দাগনভূঞায় গ্রহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় অভিযান চালিয়ে মোল্লা ট্রাভেলস এন্ড ট্যুর এর মালিক নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা ও ম্যানেজার ইমাম হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
একইদিন দুপুরে শহরতলীর তেমুহনী বাজারে কোয়ালিটি আইসক্রিমের মোড়কে নকল আইসক্রিম বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দিন চৌধুরীকে (৫৫) ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার নির্দেশ প্রদান করে। অভিযানে স্বাস্থ্য বিভাগের জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, জনস্বার্থে জেলা প্রশাাসনের পক্ষ থেকে এ ধরণে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা: আরএইচ/এসআর







