নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি ও অবৈধ ওষুধ উদ্ধারসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ভোরে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের পেচিবাড়ি সীমান্ত এলাকা থেকে এ গুলো উদ্ধার করা হয়।
আদালত সূত্র জানায়, পেচিবাড়ি সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানকৃত মালামাল ফেনী শহরে ঢুকবে এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৪ টায় চোরাচালানবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। চোরাচালানকৃত মালামালসহ ১ পিকআপ ও সিএনজি চালিত অটোরিক্সা ধাওয়া করে। পরে কাজীরবাগের আলী আজম ব্রিক ফিল্ডের পাশে পিকআপ ও সিএনজি থামিয়ে ভেতর থেকে প্রায় ৮শ’ ৩১ পিস ভারতীয় শাড়ি ও আমদানি নিষিদ্ধ ১ লাখ ৯০ হাজার প্যারাকটিন ট্যাবলেট, ১লাখ ৯০ হাজার ডেক্সিন ট্যাবলেট ও ডিকলো-এম ১ লাখ ৫১ হাজার ২শ’ এন্টি ইনফ্ল্যামেটরি ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত পণ্যের মোট মূল্যমান প্রায় দেড় কোটি টাকা। এসময় মো: শফিক (৪৮), হক সাহেব (২৬) ও মো: ইলিয়াসকে (৪০) আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতে বিজিবিকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
অভিযানে ৪ বর্ডার গার্ড কর্মকর্তা মেজর মো: খাজা মঈন উদ্দীন মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: টিপু সুলতান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এসআর







