দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় ৩০ লিটার দেশীয় মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের অলাতলী বাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০ লিটার দেশীয় চোলাই মদ সহ মোহাম্মদ খোকন মিয়াকে গ্রেফতার করে। আটককৃত সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিষ্ণুপুর গ্রামের মৃত মফজল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে অলাতলী গ্রামে ছদু মিয়ার বাড়িতে বাড়া বাসায় বসবাস করছে।
দাগনভূঞা থানার পরিদর্শক আবুল ফয়সল, মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ